সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভবিষ্যতে সেনা সমাবেশের পরিকল্পনা নেই: পুতিন 

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

ভবিষ্যতে-সেনা-সমাবেশের-পরিকল্পনা-নেই-পুতিন 

ভবিষ্যতে-সেনা-সমাবেশের-পরিকল্পনা-নেই-পুতিন 

রাশিয়াতে আগামীতে সেনা সমাবেশের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

পুতিন বলেন, গত মাসে ঘোষণা করা আংশিক সেনা সমাবেশ শেষ হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে তা পরিপূর্ণভাবে শেষ হবে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তিন লাখ রিভার্জ সৈন্যদের মধ্যে দুই লাখ ২২ হাজার সৈন্যকে প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে মোট ৩৩ হাজার সৈন্য রুশ সামরিক বাহিনীতে রয়েছে এবং ১৬ হাজার ইউক্রেনে যুদ্ধ করছে। 

সম্মেলনে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ইউক্রেনে অভিযান চালানোর বিষয়ে কোনো অনুশোচনা নেই। রাশিয়া সঠিক পথেই রয়েছে। তবে ইউক্রেনকে ধ্বংস করতে চায় না রাশিয়া।

পুতিন বলেন, ন্যাটোর সঙ্গে সরাসরি রাশিয়ার যেকোনো সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, আমি আশা করি- যারা ন্যাটোর সঙ্গে যুদ্ধের কথা বলছেন তারা এমন পদক্ষেপ না নেয়ার জন্য যথেষ্ট বুদ্ধিমান।

ইউক্রেনে হামলার ব্যাপারে পুতিন বলেন, ইউক্রেনে বড় আকারের হামলা চালানোর বিষয়ে রাশিয়ার কোনো পরিকল্পনা নেই। সেখানে বিশাল হামলার কোনো প্রয়োজন নেই। ইউক্রেনকে ধ্বংস করা আমাদের লক্ষ্য নয়। 

সন্ত্রাসী কর্মকাণ্ডের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, যদি ইউক্রেন সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তাদের শস্যের করিডোর বন্ধ করা হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর